Category:মুক্তিযুদ্ধের গল্প
বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান গল্পকার হাসান আজিজুল হক ষাটের দশকের প্রারম্ভে লেখা একটি গল্প 'শকুন' পাঠকের হৃদয়ে বড়ভাবে দাগ কেটেছিল। বিষয় ছিল নতুন এবং ভাষা নির্মাণের ক্ষেত্রে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন, তা তাঁকে খুব দ্রুত মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। সেই যে যাত্রা শুরু হয়েছিল হাসান আজিজুল হকের তিনি আর থামেননি। তাঁর অর্ধশতাব্দীব্যাপী সাহিত্যসৃষ্টির শীর্ষে রয়েছে গল্পাবলি এবং তারপরেই উপন্যাস তাঁর মনস্বিতা ও ভাবুকতার সাক্ষর খোদাই করা আছে তাঁর প্রবন্ধগ্রন্থসমূহে। সত্তরের দশকে তাঁরই হাতে রচিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সব অসাধারণ গল্প। 'ফেরা', 'খনন', 'আমরা অপেক্ষা করেছি' আর 'ভূষণের একদিন' এ-সব গল্পে তিনি আমাদের এক সত্যের সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। অনেকে আবেগতাড়িত হয়ে মেনে নিতে চাননি এই সত্য আর বাস্তবতা। যুদ্ধদিনের আবেগ আর বাস্তবতা হাসান আজিজুল হকের বেশ কয়েকটি গল্পে খুবই মর্যাদায় প্রতিফলিত হয়েছিল। সে-রকম বারোটি গল্প স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থে।
Report incorrect information