Category:বাংলা কবিতা
এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশে দেশে তখন চলছিল মহামুক্তির আয়োজন। একদিকে সৈরশাসকের রক্তচক্ষু, অন্যদিকে লড়াকু মানুষের আকাশ সমান স্পর্ধা। কোথাও গণতন্ত্রের দাবিতে, কোথাও বর্ণবাদ হটাতে, কোথাও বা স্বাধীনতার দীপশিখা জ্বালাতে উজ্জীবিত ছিল গোটা তৃতীয় বিশ্ব। স্বৈরশাসকরা বুটের তলায় গুঁড়িয়ে দিতে চেয়েছিল গনমানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আর নিঃশঙ্কচিত্ত তরুণরা ভয়কে জয় করে উদ্যত সঙ্গীনের সামনে বুক পেতে দিয়েছিল। শত সহস্র নূর হোসেনের রক্তে ভিজে গিয়েছিল গঙ্গা ফোরাত ও দানিয়ুবের তীর। পূর্বে ম্যানিলা, দক্ষিণে প্রিটোরিয়া-সর্বত্র রচিত হচ্ছিল জনপ্লাবি গণসংগ্রামের বিজয়গাথা।
Report incorrect information