Category:বাংলা কবিতা
রৌদ্র যখন পোড়ায় আশ্চর্য স্তূপাকার নিরবতা বৃষ্টি যখন সহস্র সংগীতের ধুন তোলে বেদনার নীল পাথরেও তখন কেন হিমের কথা শুনবো বলো।
যখন সবুজ পাতাগুলো, রঙীন ফুলগুলো হতাশার মলিন পর্দায় দোল খায়, তখন মৃত্যুর কথা নয়- এসো এই দিঘির স্বচ্ছতায় করি জলকেলী সবুজের গায়ে হাতে হাত রেখে বেঁচে থাকার জন্য আঁজলা ভরে তুলে রাখি একমুঠো জীবন জীবনের জন্য ভরে রাখি জীবন।
Report incorrect information