Category:পশ্চিমবঙ্গের বই: রচনাসমগ্র ও সংকলন
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
নেতাজির অপরাজেয় জীবনের মতন তাঁর বাণীও কালজয়ী । স্বাধীনতা আন্দোলনের সমসময়ে এবং যুদ্ধের প্রাক্কালে যে-বজ্রনির্ঘোষ ধ্বনিত হয়েছিল তাঁর কণ্ঠে ও লেখনীতে, তার এক সুনির্বাচিত সংকলন এই গ্রন্থ । হয়তো বহু পঠিত, তবু সূর্যের মতো দীপ্যমান এই সব রচনা চিরপ্রাসঙ্গিক । পরাধীন জন্মভূমি ও দুর্ভাগ্যপীড়িত দেশবাসীদের সম্পর্কে আজীবন সুভাষচন্দ্র ভেবেছেন, তাদের মুক্তির জন্যে স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন সার্থক করে তুলতে নিজের জীবন বিপন্ন হবে জেনেও চলে গেছেন দেশান্তরে, রণাঙ্গনে। হতাশা ও ব্যর্থতার মধ্যেও তিনি বিশ্বাস করতেন, দুর্গম পথের শেষে বিজয়লক্ষ্মী অপেক্ষা করছেন বরমাল্য হাতে । নানা বয়সে, নানা পর্বে লেখা তাঁর বিভিন্ন রচনা এবং অভিভাষণের মধ্যে দিয়ে নেতাজির সেই জীবনব্যাপী সাধনার সম্যক পরিচয় আমরা পেয়েছি। এই সংকলন সেই পরিচয়টিকে আর একবার মূর্ত করে তুলল । আবার একই সঙ্গে জন্মশতবর্ষে দেশনায়ক মহাপ্রাণকে স্মরণ করার প্রয়াসে এই গ্রন্থ এক বিনম্র আয়োজন । বলা যায়, এ গঙ্গাজলে গঙ্গাপূজা। তবু এই পূজা আমাদের জীবনে আজও জরুরি। সমান প্রাসঙ্গিক ।
Report incorrect information