জ্ঞানচর্চা ও শিক্ষার অগ্রগতিতে পাঠ্যপুস্তকের ভূমিকা অপরিসীম, বিশেষত মানবিক বিভাগের ক্ষেত্রে, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার ও গবেষণার মাধ্যমে জ্ঞানের পরিধি সম্প্রসারিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এই গ্রন্থটি সম্পাদনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
এই বইয়ে পাঠ্যসূচির প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিষয়বস্তু সুগঠিত, সহজবোধ্য ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সমসাময়িক বিজ্ঞান গবেষণা ও নতুন আবিষ্কারের আলোকে বিষয়বস্তুকে আধুনিক ও প্রাসঙ্গিক করে গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে বইটিতে-
✔ বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান
✔ সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়বস্তুর ব্যাখ্যা
✔ প্রয়োজনীয় চিত্র, চিত্রকল্প ও টেবিল সংযোজন
✔ Practice-এর জন্য অধ্যায়ভিত্তিক MCQ
✔ অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি সংযোজন
✔ সাধারণ জ্ঞানের প্রশ্ন আপডেট তথ্যসংবলিত
এই গ্রন্থ সম্পাদনার যাঁদের সহযোগিতা পেয়েছি, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষত সম্মানিত শিক্ষকমণ্ডলী, গবেষক, সহপাঠী এবং প্রকাশনা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক অনুরোধ আপনারা বইটি মনোযোগ সহকারে পড়বেন, প্রয়োজনে মতামত ও পরামর্শ জানাবেন, যা ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরিতে সহায়ক হবে। যদি এই বই আপনাদের শিক্ষাজীবনে সামান্যতম সহায়ক হয়, তবে আমার পরিশ্রম সার্থক হবে।
রায়হান বোরহান
সম্পাদক
NU BOOSTER (মানবিক শাখা)
বই সম্পর্কে যে কোন মতামত অভিযোগ গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণীয়