লিটভার্স কাব্যগ্রন্থ - বাংলা কবিতার নবীন কণ্ঠগুলোর এক অনন্য সমবেত প্রকাশ। এই বইয়ে স্থান পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত কবিরা, যাদের প্রত্যেকের কবিতা ভিন্ন ভিন্ন স্বর, অনুভব ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছে।
ভালোবাসা, বিচ্ছেদ, সময়, প্রকৃতি, সমাজ, এবং আত্মচেতনার মতো বিষয়গুলো এখানে নানা রূপে ধরা দিয়েছে, কখনো মায়ায় মোড়া, কখনো তীক্ষ্ণ বাস্তবতায়, কখনো আবার গভীর দার্শনিক উপলব্ধিতে। প্রতিটি কবিতা একেকটি অনুভবের....
Report incorrect information