প্রিন্সিপলস অব ইকনোমিকস' গ্রন্থটির নতুন সংস্করণ প্রকাশিত হলো। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের বিভিন্ন সিলেবাসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় অনার্সের নতুন সিলেবাসে -রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গণিত, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রথম বর্ষ অনার্স শ্রেণীতে Principles of Economics নামে ১০০ নম্বর এর একটি কোর্স অন্তর্ভূক্ত করা হয়েছে। বর্তমান গ্রন্থটি পুরোপুরি নতুন সিলেবাসের আলোকে প্রণয়ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স-ভিত্তিক পাঠ্যক্রমের মান আরও উন্নত ও সময়োপযোগী করার লক্ষ্যে অর্থনীতির সিলেবাসে বেশ কিছু নতুন বিষয় অন্তর্ভূক্ত করেছে। বর্তমানে বাজারে প্রচলিত বইগুলো ছাত্র-ছাত্রীদের চাহিদা পুরোপুরি মিটাতে সক্ষম হচ্ছে না। নতুন সিলেবাসের আলোকে রচিত এ গ্রন্থটি সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা করি। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিটি অধ্যায়ের শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান বন্টনের আলোকে উত্তর-সংক্ষেপসহ সম্ভাব্য প্রশ্নাবলী সংযোজন করা হয়েছে যা ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সহায়ক হবে।
নতুন সিলেবাসের আলোকে সহজ ও সাবলীল ভাষায় রচিত এ গ্রন্থটি দ্বারা অনার্স প্রথম বর্ষের সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। সর্বোপরি, বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্তৃক অতীতের মত বর্তমান গ্রন্থটিও সমাদৃত হবে-এ আশা রাখি।
এম. এ. (অর্থনীতি) প্রাক্তন বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সরকারি এম. এম. কলেজ, যশোর; প্রাক্তন অধ্যক্ষ, সরকারি সিটি কলেজ, যশোর; সরকারি কে. এম. এইচ. কলেজ কোর্ট চাঁদপুর; প্রাক্তন সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর; একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম ও ২য় পত্র, আধুনিক অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি প্রভৃতি গ্রথের প্রণেতা।
ও
প্রফেসর মোঃ নাসিম
রেজা, বি. এ (অনার্স), এম. এস. এস. (অর্থনীতি) ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলোজী, বি. সি. এস (সাধারণ শিক্ষা); বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সরকারি এম. এম. কলেজ, যশোর; প্রাক্তন সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বি. এল. কলেজ, খুলনা; প্রাক্তন সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, মাগুরা, পরীক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়।