কাব্য মানুষের হৃদয়ের এক অনন্ত ভাষা। শব্দ যখন সীমাবদ্ধ হয়ে আসে, তখন কবিতা তার অদৃশ্য সুরে মনের গভীরতম অনুভূতিকে প্রকাশ করে। সেই অনাবিল অনুভূতি, স্বপ্ন, বেদনা ও আনন্দকে ধারণ করেই গঠিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ “হৃদয়ে কাব্য কথা”। এই গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য হলো- এখানে ছয় জন কবি-লেখক তাঁদের ভিন্ন ভিন্ন আবেগ, চিন্তা ও দর্শনকে কবিতার রূপে একত্রিত করেছেন। প্রত্যেক কবির দৃষ্টিভঙ্গি আলাদা, তাঁদের ভাবনার উৎস ভিন্ন, অথচ এক বিন্দুতে এসে মিলিত হয়েছে মানবমনের অন্তর্লোকের কাব্যময় প্রকাশে। এভাবেই কবিতাগুলো পাঠকের কাছে হয়ে উঠবে বৈচিত্র্যের মধ্যেও এক অনন্য সুরেলা অভিজ্ঞতা।
কেউ লিখেছেন প্রেমের অনুরাগ, কেউ জীবনের সংগ্রাম, কেউবা প্রকৃতির মায়াবী সৌন্দর্য। আবার কারো কবিতায় ধ্বনিত হয়েছে সমাজ বাস্তবতার তীব্র আর্তনাদ, অন্য কারো সৃষ্টিতে ফুটে উঠেছে স্বপ্নময়তার আলো। এই বহুমাত্রিকতা গ্রন্থটিকে কেবল কবিতার সমাহারেই সীমাবদ্ধ রাখেনি, বরং জীবনের প্রতিচ্ছবি হিসেবে পাঠকের সামনে উপস্থাপন করেছে।
“হৃদয়ে কাব্য কথা” ছয় জন হৃদয়বান কবির সৃজনীযাত্রার এক সম্মিলিত দলিল। তাঁদের কলমের আঁচড়ে উঠে এসেছে মানবমনের নানান রঙ স্নিগ্ধ, মধুর, তীব্র ও বেদনাভরা। পাঠক এই গ্রন্থে খুঁজে পাবেন নিজের জীবনেরই কোনো না কোনো প্রতিধ্বনি, কোনো স্মৃতির ছায়া কিংবা অচেনা কোনো স্বপ্নের আলো।
আশা করি, এই যৌথ কাব্যগ্রন্থ পাঠকের মনে জাগিয়ে তুলবে নতুন অনুপ্রেরণা ও সৃজনশীলতার শক্তি। ছয় কবির এই সুন্দর উদ্যোগ বাংলা সাহিত্যের ধারায় এক নতুন সংযোজন হিসেবে মূল্যায়িত হবে এটাই আমাদের প্রত্যাশা।