Category:#1 Best Seller inতত্ত্ব ও দর্শন: বিবিধ মতবাদ
দি ইমপসিবল স্টেট’ মানে ‘অসম্ভব রাষ্ট্র’। অদ্ভুত নাম। প্রশ্ন জাগায়। কোন রাষ্ট্র অসম্ভব? কেন? হাল্লাক বলেন, আধুনিক রাষ্ট্রকাঠামোর মধ্যে শরিয়া কায়িম অসম্ভব। আরও সহজ করে বললে, সমকালে ‘ইসলামি রাষ্ট্র’ গঠন অসম্ভব। কারণ এই যে রাষ্ট্র, পশ্চিমের ইতিহাস ও রাজনৈতিক অভিজ্ঞতার ফল, অনিবার্যভাবে এক কর্তৃত্ববাদী প্রতিষ্ঠান। এটা মুখে জনগণের সার্বভৌমত্বের কথা বলে; কিন্তু কাজে তাদেরকে গোলাম করে রাখে। আইনের গোলাম, যে আইন বানায় রাষ্ট্রকর্তারা। তার চেয়েও বড় সমস্যা, এই রাষ্ট্র মানুষের সহজাত নৈতিকতাকে গলা টিপে মেরে ফেলে।
কিন্তু ইসলামি শরিয়া ঠিক উলটো জিনিস। তার চিন্তা ও মূল্যবোধের ভিত্তি আল্লাহর সার্বভৌমত্ব, মানুষের ওপর মানুষের সকল খবরদারি সে বিলকুল খতম করে দেয়, নৈতিকতার সে পরিপোষক, তার নীতিনিষ্ঠ বিধিবিধান একান্তই গণমুখী এবং সর্বতোভাবে মানবকল্যাণে নিবেদিত। সে জন্যই এই কাঠামোর মধ্যে শরিয়া কায়িম সম্ভব নয়। গড়ার আগে তাই ভাঙতে হবে। মুসলমানকে ফিরে যেতে হবে তার শেকড়ে। উম্মাহচেতনার আলোকে করতে হবে এক নতুন বিশ্বব্যবস্থার পত্তন।
Report incorrect information