জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিএ/বিএসএস (অনার্স) প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, দর্শন, ভূগোল ও পরিবেশ, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিভাগে (অনুষঙ্গী) অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য পরিবর্তিত সিলেবাস অনুযায়ী রচিত।
মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে সামাজিক বিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত আবশ্যক। সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। তাই সামাজিক বিজ্ঞানের ক্রমবর্ধমান অগ্রগতি, বিশ্বের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত আবশ্যক। গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল (Aristotle) বলেছেন, "মানুষ মাত্রেই রাষ্ট্রীয় জীব। যারা রাষ্ট্রীয় আওতার বাইরে, তাদের স্থান মানবসমাজের উপরে বা নিচে।" (Man is by nature a political animal and he who by nature and not by mere accident is without state, is either above humanity or below it.) মনীষী বেকনও অনুরূপ উক্তি করেছেন, "নির্জনতা যারা কামনা করে, তারা হয় দেবতা না হয় পশু।" রাষ্ট্র ছাড়া কারো পক্ষেই সুষ্ঠুভাবে জীবনযাপন করা অসম্ভব। আর রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত বিষয়াবলি রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গভীর ধারণা রাখার জন্য রাষ্ট্রচিন্তার সূচনা, রাজনৈতিক তত্ত্ব ও রাজনৈতিক দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে।
Title
রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি অনার্স প্রথম বর্ষ (১ম) নন-মেজর (অনুষঙ্গী) - গ্রন্থকুটির পাঠ্যবই বা মেইনবই