১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
নগুগির ‘দ্য আপরাইট রিভলিউশন’ গল্পটি অনূদিত হয়েছে শতাধিক ভাষায়। বলা হয়ে থাকে, আফ্রিকার আর কোনো লেখাই এত বেশি ভাষায় অনূদিত হয়নি। গল্পটি প্রথমে ২০১৫ লেখা হয়েছিল গিকুয়ু ভাষায়, পরে লেখক নিজেই তা ইংরেজিতে অনুবাদ করেন। নগুগির এই গল্পে রূপকথা, উপকথা ও আফ্রিকার লোকগীতি মিলেমিশে একাকার হয়ে আছে। পরিবেশ, অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে যে নিবিড় সংযোগ তার ওপরই এই লেখায় জোর দিয়েছেন নগুগি। লেখাটি শিশুদের অন্যের প্রতি, জগৎ ও জীবনের প্রতি দায়িত্বশীল হতে শেখায়।
আফ্রিকার অন্যতম কথাসাহিত্যিক নগুগি ওয়া থিয়োঙও’র জন্ম ১৯৩৮ সালে কেনিয়ায়। সারা বিশ্বে সুপরিচিত তিনি। বসবাস করেছেন কেনিয়া, উগান্ডা, লেবানন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে তছনছ হয়ে যায় নগুগির শৈশব। ব্রিটিশ সরকার তাদের জমি কেড়ে নেয়। কৃষক পরিবারের সন্তান নগুগি। ব্রিটিশদের বিরুদ্ধে মাও মাও আন্দোলনে জড়িত থাকার কারণে নগুগির দুই ভাই নিহত হন। নির্যাতনের শিকার হন তার মা। লেখালেখির কারণে নগুগিকে জেল, জুলুম ও নির্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথমে ইংরেজিতে লেখালেখি শুরু করলেও পরে তিনি নিজের মাতৃভাষা গিকুয়ুতে লেখালেখি করতে থাকেন। এমনকি ঔপনিবেশিক নাম জেমস নগুগি বদলে নিজের নাম রাখেন নগুগি ওয়া থিয়োঙও। গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ মিলিয়ে তাঁর লেখালেখির জগৎ। শিশুদের জন্যও লিখেছেন অসাধারণ কিছু লেখা। বিশ্বের বহু পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন তিনি। অধ্যাপনা করেছেন বিশ্বের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের নাম করা অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক বিভিন্ন ডিগ্রিও প্রদান করেছে। নগুগি ওয়া থিয়োঙও ২০২৫ সালে ৮৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় মৃতুবরণ করেন।
কেনিয়ার কিয়াম্বু জেলার লিমুরু শহরের কাছে কামিরিগুতে ৫ জানুয়ারি, ১৯৩৮ সালে নগুগি ওয়া থিয়ােঙ্গ’ও-র জন্ম। ঔপনিবেশিক আমলে ব্যাপটাইজ করে তাঁর নাম রাখা হয়েছিল জেমস নগুগি । তিনি উগান্ডার ম্যাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে তাঁর প্রথম উপন্যাস Weep Not, Child প্রকাশিত হয়। এটি লেখেন ইংল্যান্ডের লিডস্ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। এটা কোনও পূর্ব আফ্রিকান লেখকের ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস। ১৯৬৭ সালে রচিত হয় তার সাড়া জাগানাে উপন্যাস A Grain of Wheat। এই উপন্যাসে ফ্যানােনিস্ট মার্কসিজমের প্রতি তার আগ্রহ লক্ষ করা যায়। তিনি ইংরেজি, খ্রিস্টধর্ম এবং তাঁর নাম জেমস্ নগুগিকে ঔপনিবেশিক ক্ষতচিহ্ন আখ্যা দিয়ে তা ত্যাগ করেন এবং ফিরে যান নগুগি ওয়া থিয়ােঙ্গও নামে; লেখালেখির কাজও করতে থাকেন তাঁর মাতৃভাষা গিকুয়ুতে।। নগুগি ওয়া থিয়ােঙ্গ’ও বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আর্ভিন-এ ‘ইংরেজি ও তুলনামূলক সাহিত্য’র একজন সম্মানিত অধ্যাপক [Distinguished Professor] ।। সাহিত্যে নােবেল পুরস্কার পাওয়ার একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে গুগি ওয়া থিয়ােঙ্গ’ও-র নাম বারবার আলােচনার শীর্ষে উঠে আসে।