দেখ বাবা, হাতি চড়ে রাজা যায়। তার সঙ্গে কত মানুষ! আর দেখো, সবাই রাজাকে দেখার জন্য কী করছে। যদি লেখাপড়া করো তাহলে তুমিও বড় হয়ে রাজা হবে-কেমন!
ছেলে বলল-
হ্যাঁ মা তা-ই হবো।
একটু চুপ থেকে শিশুটি মাকে প্রশ্ন করল, মা, রাজা কোন্টা আর হাতি কোনটা?
ওই ভিশুদের কথায় আমাদের হাসি পেলেও আমরা আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই কোন্টা রাজা আর কোন্টা হাতি তা চিনতে ভুল করি। সুতরাং আমরা যদি বড় হতে চাই তাহলে প্রথমে বড়দের জানতে হবে; জানতে হবে ইতিহাসের অবিসংবাদিত অমর সম্রাটদের।
বক্ষ্যমাণ গ্রন্থটি সেই বড়দের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মতো হওয়ার স্বপ্ন বুননের কলাকৌশল নিয়েই রচিত হয়েছে।
গ্রন্থটি আল্লামা ইরফান পালনপুরী হাফিযাহুল্লাহ রচিত সাড়াজাগানো গ্রন্থ "তুহফাতুত তলাবা ওয়াল উলামা"-এর বিশেষ অংশের অনুবাদ দিয়ে সাজানো হয়েছে। যাতে ইসলামী ইতিহাসের সেরা মনীষীদের 'ইতিহাস সেরা মহা প্রাণ ব্যক্তি' হওয়ার পেছনে কঠোর শ্রম ও সাধনার গল্প বর্ণিত রয়েছে। তবে অনেক মনীষীদের পরিচয়মূলক কিছু বর্ণনা এবং ক্ষেত্রবিশেষে তাঁদের শ্রম সাধনার আরও কিছু ঘটনা এবং তাঁদের মান-মর্যাদার বিষয়ও সংযোজন করা হয়েছে। আমরা সেক্ষেত্রে-বুস্তানুল মুহাদ্দিসীন, বিশ্ববিখ্যাত নয়জন মুহাদ্দিস ও তাঁদের সংকলিত কিতাবুল হাদীস পরিচিতি, মনীষীদের দৃষ্টিতে সময়ের মূল্য, আলেম