কবি স্বপন কুমার বড়–য়া চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতির জগতে একজন পরিচিত মানুষ। জীবিকার জন্য পেশাগত জীবনে ব্যাংকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন সুদীর্ঘ সময়। নিছক অর্থবিত্তের জন্য তিনি কাজ করেননি। পাশাপাশি সাহিত্যাঙ্গনে বিচরণ করেছেন অবলীলায়। লিখেছেন কবিতা, প্রবন্ধ একান্ত নিষ্ঠায় এবং আন্তরিকতায় যা সুধী মহলে সমাদৃত। পারিবারিকভাবে তিনি একটি সাহিত্য সংস্কৃতি চর্চার পরিমন্ডলে বেড়ে উঠেছেন। তাঁর লেখা ‘‘ক্যালেন্ডার ঃ মননশীলতার অন্যরূপ, আরেক বাহন’’ একটি ব্যক্তিক্রমী লেখা। শব্দচয়নে এবং বাক্য গঠন শৈলীতে তিনি অত্যন্ত সাবলীল। এর আগে এ ধরণের লেখা হয়েছে কিনা আমার জানা নেই। ক্যালেন্ডার যে কেবলমাত্র দিন, তারিখ, সন এবং অনুষ্ঠানের দিনক্ষণ জানার জন্য ব্যবহৃত হয় তা নয়। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসব বর্ষপঞ্জি প্রকাশিত হয় তাতে থাকে নান্দনিক চিত্র সম্বলিত বহু তথ্য, যা কেবল দৃষ্টিনন্দনই নয়, আমাদের জ্ঞানের প্রসারও ঘটায়। কবি স্বপন বড়–য়া এসব বর্ষপঞ্জি অত্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন, পর্যবেক্ষণ করেছেন এবং নিজ সংগ্রহে রেখেছেন যা তাঁর সুন্দর ও অনুসন্ধিৎসু মনের পরিচায়ক। এ প্রবন্ধে প্রসঙ্গক্রমে তিনি দেশের অন্যতম সিমেন্ট উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ কর্তৃক প্রকাশিত ২০০৮-২০২২ পর্যন্ত বর্ষপঞ্জিগুলোর বিষদ বর্ণনা করেছেন। আমাদের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা, স্থাপত্য কর্মের চিত্র, বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচয়, নান্দনিকভাবে প্রকাশিত হয়েছে এসব বর্ষপঞ্জিতে যা সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।