বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
সমু মা, বাবা আর ক্যালিফোর্নিয়াবাসী চিন্ময়কাকুর সঙ্গে নেপাল-ভ্রমণে গিয়েছিল। যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের রেস্টুরেন্টে ঢুকে দেখা হয়ে গিয়েছিল ওর প্রিয় গোয়েন্দা কৌশিক মিত্রের সঙ্গে। সমুর বাবা হাসতে হাসতে গোয়েন্দাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় চললে তুমি? নেপালে চোর-ডাকাত ধরতে? উত্তর দিয়েছিল গোয়েন্দাঃ না-না, ওসব কিছু নয়, ট্রেকিং করতে যাচ্ছি। অন্নপূর্ণা বেস-ক্যাম্প পর্যন্ত হাঁটার ইচ্ছে আছে। কাঠমান্ডুতে যাওয়ার বিমানে উঠে সমু চিন্ময়কে বলেছিল; জানো তো, কৌশিককাকু না আমাকে বলেছেঃ ওর এমনই কপাল, বেড়াতে গেলেও একটা না একটা অপরাধের তদন্তের কাজে ঠিক জড়িয়ে পড়ে। ইশ্! এবারও যদি তেমন একটা হয়! আর, আমরা যদি ঘুরতে ঘুরতে ওখানে গিয়ে হাজির হই! ঠিক তাই হয়েছিল। তবে এবার ঘটনাচক্রে বিপদে পড়েছিল চিন্ময়? কৌশিক কি ওর ধারালো গোয়েন্দাগিরির সাহায্যে উদ্ধার করতে পেরেছিল চিন্ময়দের? দূর হয়েছিল কি নেপালের সংকট? শুধু এই উপন্যাসেই নয়, সংকলনের আরও দুটি গল্পেও দেখা মেলে তীক্ষ্ণবুদ্ধি গোয়েন্দা কৌশিকের। জমাটবাঁধা রহস্য-রোমাঞ্চের জট খুলে যায় তারপরেই। সংকলনে আছে অন্য ধরনের রহস্যেমোড়া আরও তিনটি গল্পও।
Report incorrect information