১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
“তোমরা আল্লাহর নেয়ামত-অনুগ্রহ শুনলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না।” (সূরা : ১৪; ইবরাহীম : ৩৪)
মহান আল্লাহর সেসব নেয়ামত রাজির অন্যতম হলোÑধন-সম্পদ-রিযিক। গোটা সৃষ্টিকুল এনেয়ামতের ওপর নির্ভরশীল। আর নেয়ামত মহান আল্লাহ পরীক্ষাস্বরূপ দান করেছেন। এসব নেয়ামত মহান আল্লাহ পরীক্ষাস্বরূপ দান করেছেন। সৃষ্টি কি শুকরিয়া আদাল করে নাকি কুফুরী করে? এটা পরীক্ষা করে দেখাই মহান আল্লাহর উদ্দেশ্য। শুকরিয়ার প্রতিদান আর কুফুরীর পরিণাম সম্পূর্ণ বিপরীত। সেদিকে ইংগিত করেই মহান আল্লাহ বলেন,
“আর এমন কতো জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিযিক মজুদ রাখে না। আল্লাহই রিযিক দানকরেন তাদেরকে ও তোমাদেরকে; আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা : ২৯; আল্-আনকাবূত : ৬০)