প্রেম মানব জীবনের এক চিরন্তন অনুভুতি যা আনন্দের রঙে সজ্জিত এবং বেদনার ছায়ায় আচ্ছন্ন। প্রেমের এই দ্বৈত চরিত্র আমাদের জীবনে আংশিক রঙিন ছাপ ফেলে। অনুরাগে অনুক্ষণ কাব্যগ্রন্থে প্রেমের আনন্দময় মুহূর্তগুলো রঙিন ক্যানভাসে চিত্রিত হয়েছে। প্রিয়জনের স্পর্শ, একান্ত মুহূর্তের মিষ্টি স্মৃতি এবং হৃদয়ের গভীরে জেগে ওঠা ভালবাসার সুর এই কাব্যগ্রন্থে প্রাণ পেয়েছে। পাশাপাশি এই গ্রন্থে উঠে এসেছে প্রেমের বেদনাময় রূপ। বিচ্ছেদের যন্ত্রণা, ভুল বোঝাবুঝির কালো মেঘ এবং অভিমান ভরা দিনগুলো কিভাবে হৃদয়ের গভীরকে ক্ষত করে তাও তুলে ধরা হয়েছে এই কাব্যগ্রন্থে।
প্রেমের রোমান্টিকতার অমলিন চিত্র অংকিত হবার পাশাপাশি প্রত্যাশা ও প্রাপ্তির চিরন্তন টানাপোড়েনের কাহিনি এই কাব্যগ্রন্থে প্রাধান্য পেয়েছে। স্বপ্নজাগা মন যখন ভবিষ্যতের পরিকল্পনায় মেতে ওঠে, তখন বাস্তবতার আঘাতে সেই স্বপ্ন ভাঙার গল্প কিছু কবিতায় চিত্রায়িত হয়েছে।
Report incorrect information