যেই ঘর স্বপ্ন দিয়ে বাঁধি
সুখ ও স্বস্তির আশায়
তার চৌকাঠ আগলে রাখি
যুদ্ধের মতো ভালোবাসায়।
যদিও ‘অনশ্বর’ দূর সময়ের অদেখা কোনো শহরের গল্প, তবে সেখানেও জীবনকে রূঢ় সংগ্রামের দিকে উস্কে দিচ্ছে কিছু বেপরোয়া লুটেরা; চেনা শহরে এই সময়ের মতো! ক্ষমতার প্রভুত্ব, ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র, মিথ্যা প্রেম আর রূপকথার মতো নেমে আসা অভিশাপের বাঁক কাটিয়ে ‘অনশ্বর’ কি হয়ে উঠতে চাইবে এক লড়াকু মায়ের কীর্তিগাথা?
Report incorrect information