আচ্ছা! ভূতদের কি বাচ্চা আছে?নাকি সব বুড়ো বুড়ো?কুঁচকানো মুখ আর ঝুলে যাওয়া খুতুনি।আচ্ছা! ভূতদের বাচ্চাদের কি জ্বর সর্দি কাশি কিংবা অসুখ বিসুখ হয়?তাদের যখন অসুখ বিসুখ হয় তখন তাদের বাবা মায়েরা কি তাদের আদর যত্ন করে?নাকি তারা জ্বর নিয়ে্ই পথে ঘাটে বনে বাঁদাড়ে ঘুরে বেড়ায়?পঁচা পুকুরের জলে ডুবে খাকে। আচ্ছা? ভূতের বাচ্চার সাখে মানুষের বাচ্চার বন্ধুত্ব কি হতে পারে?নাকি তারাও বুড়ো ভূতদের মতো ভয়ংকর হয়?দেখলেই ঘাড় মটকে দিবে?
Report incorrect information