ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়' বহু গবেষণালব্ধ ও তথ্যবহুল একটি নতুন 'গাইড বই', যা দেশের অগণিত ডায়াবেটিসে আক্রান্ত মানুষের কথা চিন্তা করে রচিত হয়েছে। যেন তারা অতি সহজে উপকৃত হতে পারেন। বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের জন্য এই বইয়ের পরিকল্পনা, প্রযোজনা, প্রকাশনা ও পরিবেশনা সবটাই এএনডি-এর পথ্য ও পুষ্টিবিদদের একটি নিঃস্বার্থ প্রয়াস।
পরিকল্পিত সুষ্ঠু জীবন ব্যবস্থা ও সঠিক খাদ্যাভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে বিভিন্ন রোগের ঝুঁকি থেকে নিরাপদ রাখে। এর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা, নিয়ন্ত্রণ ও নিরাময় সম্ভব। এএনডি র লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ-সবল ও সজীব বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্যে আমাদের সংস্থার ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্টরা নিরলস কাজ করে যাচ্ছেন।
বিশ্বব্যাপী কোভিড সংকটময় সময়েও আমাদের সংগঠন অনলাইনে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, উচ্চ রক্তচাপ ও মাতৃদুগ্ধ সপ্তাহ পালন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ে পথ্য ও পুষ্টির ভূমিকা সম্পর্কে তথ্যবহুল পরামর্শ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমাদের এই সংগঠন বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়েও যেমন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এবং করোনা মোকাবেলায় খাদ্য ও পুষ্টি তথ্য সমাজের বিভিন্ন স্তরে অনলাইনে পৌঁছে দিয়ে স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা গড়ে তোলার কার্যক্রম পরিচালনা করছে। উদ্দেশ্য একটাই, যাতে বাংলাদেশের জনগণ রোগ নিরাময়ে পথ্য চিকিৎসার গুরুত্ব অনুধাবন করতে পারেন এবং সুস্থ জীবনযাপন করতে পারেন। এই উপলব্ধি সামনে রেখে রচিত হয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের এই আন্তরিক প্রয়াস।