Category:প্রাচীন সভ্যতা
অতি বিস্ময়কর আর অকল্পনীয়ভাবে প্রাচীনকালে সভ্যতাগুলো গড়ে ওঠে। ভাবতেই অবাক লাগে, সেই অতি প্রাচীন সময়টাতেও মানুষ কত আধুনিক-উন্নত জীবনযাপনে অভ্যস্ত ছিল! সোনালি অতীতে গড়ে ওঠা গৌরবশালী সুপ্রাচীন সভ্যতাগুলো এখন শুধুই কালের সাক্ষী হয়ে পৃথিবীর বুকে রয়ে গেছে। সেই বিলীন হয়ে যাওয়া সভ্যতার স্থানগুলোতে নতুন করে আর কোনো সভ্যতা মোটেই গড়ে ওঠেনি। অজানা রহস্যময় কারণে প্রত্নতাত্ত্বিক স্থানগুলোও এখন যেন অভিশপ্ত। প্রাচীন সভ্যতার স্থানগুলো শুধুই যে ঐতিহাসিক নিদর্শন তা নয়--ওই স্থানগুলোতে লুক্কায়িত আছে কোনো অলৌকিক, নিগূঢ় অভিশাপ। চৈনিক, মিশরীয় কিংবা সুমেরীয় সভ্যতাগুলো যেন নতুন করে মনে করিয়ে দেয়, ইংরেজ কবি শেলির লেখা সেই বিখ্যাত ‘Ozymandias’ সনেটটিকে। মহেঞ্জোদারোর সিল নিয়ে বিশ্লেষণের ভিত্তিতে ইরাভাখাম অনুমান করেন--শহরটির প্রাচীন নাম কুক্কুটার্ম। তাই এই উপন্যাসিকার কাহিনিতে কুক্কুটার্ম নামটিকে সঙ্গত কারণেই প্রাধান্য দেওয়া হয়েছে।
Report incorrect information