মানুষের কর্ম, চিন্তা-ভাবনা, রাজনীতিÑ সবকিছুই নির্ণীত ও পরিচালিত হয় একটা বিশ্বাসের ওপর ভিত্তি করে। ব্যক্তি থেকে ব্যক্তিতে এই জীবনদর্শনের তারতম্য ঘটতে পারে। তাই কোনো কোনো মানুষের রাজনীতি ও জীবনদর্শন ভীতির উদ্রেক করলেও সবসময় তা বিপজ্জনক বা অকল্যাণকর না-ও হতে পারে। বস্তুত কোনোকিছুকে অবলম্বন না করে কোনো রাজনীতি, কোনো দর্শনের উন্মেষ এবং বিকাশ ঘটতে পারে না। উদাহরণস্বরূপ মার্ক্সিজমের কথা বলা যেতে পারে। যদি আমরা মার্ক্সিজম নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করি, তাহলে দেখা যাবে, এর একটা আদর্শ ও লক্ষ্য আছে। এই আদর্শ ও লক্ষ্যকে ভিত্তি করেই রাশিয়ায় মার্ক্সিজম কায়েম হয়েছে। এ কথা আজ বিনা দ্বিধায় বলা যেতে পারে, ১৯১৭ সালে রাশিয়ায় মার্ক্সিজমের প্রভাব না ঘটলে রুশ জাতি এতটা উন্নত অবস্থায় উপনীত হতে পারতো না। হয়তোবা সেখানকার সাধারণ মানুষের অবস্থার আরো অবনতি ঘটতো।
এই যে আমরা সবাই রাতেরবেলায় আলো জ্বালাই, এর পেছনেও যুক্তি আছে, ভিত্তি আছে। রাজনৈতিক দলের সদস্য হওয়ার পেছনেও রয়েছে একটা ভিত্তি। এই ভিত্তিটা কী? অপরাপর বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক দর্শনকে যথাযথভাবে যুক্তি ও কর্মসূচিসহ মুকাবিলা করে স্বীয় জীবনবোধের আলোকে সমাজ ও জাতিকে গড়ে তোলা এবং কখনো কখনো পথভ্রষ্ট স্বেচ্ছাচারের কাছ থেকে বাঁচার তাগিদই হচ্ছে একটি রাজনৈতিক মতের পতাকাতলে সমবেত হওয়ার মৌল কারণ। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে, রাজনীতি, রাজনৈতিক দর্শন ও বিশ্বাস মানুষের একটা সুষ্ঠু সুন্দর আদর্শবোধ।
বাবা, আবুল হাসেম ও মা, ছালেহা বেগমের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ৫ম । ১৯৮৭সালে কুমিল্লা জেলার, লাকসাম (বর্তমানে মনােহরগঞ্জ) উপজেলা এর অন্তর্গত ভােগই গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম। কিশাের বয়স থেকেই বই পড়ার প্রতি যে ঝোঁক সবার দৃষ্টিতে আসে, পরে তা লেখালেখির শিল্পতে প্রকাশ পায়। সাহিত্যের প্রায় সব শাখাতেই পদচারণা । একে একে লিখে চলেছেন গান, কবিতা, উপন্যাস, ছােটগল্প, শিশুতােষ বইসহ সাহিত্যের নানা অংশে। ২০০৬ সাল থেকে লেখাসমূহ নিয়মিতভাবে প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনসহ নানাভাবে। একে একে প্রকাশিত হয়েছে 'ভালােবাসাহীন পৃথিবী', 'একমুঠো সুখ' 'জলকুমারী' 'একমুঠো আলাে' কাব্যের পালকে বসন্ত' রেজাউদ্দিন স্টালিন বিকল্প বায়ােডাটার কবি নামক বইসমূহ । বাংলা সাহিত্যকে দেশ ও দেশের বাহিরে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ও খ্যাতিমান কবি সাহিত্যিকদের নিয়ে ২০১৪ সালে গঠন হয় ‘বাংলাদেশ কবি সভা' নামক সাহিত্য সংগঠন। বর্তমানে তিনি বাংলাদেশ কবি সভা সাহিত্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বের পাশাপাশি মাসিক পত্রিকা 'জাগ্রত'- এর সম্পাদক ও বাবুই প্রকাশনীর সত্তাধীকারী।