Category:থ্রিলার
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
সে যখন দেখেই ফেলেছে তাহলে তাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। তাকে বাঁচিয়ে রাখলে হয়তো সে আকার-ইঙ্গিতে পুলিশকে বলে বুঝিয়ে দিতে পারে। তার জন্য শৈবাল তার সিদ্ধান্ত পরিবর্তন করলো। এর আগে শৈবাল যদিও মনে মনে ঠিক করেছিলো যে শুধু শেফালী বেগমকেই খুন করবে, তার ছেলেকে নয়। কিন্তু সে যখন দেখে ফেললো শেফালী বেগমকে হত্যা করতে তখন শৈবাল বঁটি হাতে নিয়ে অনেকটা ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীর মতন করে তার সামনে এগিয়ে গেলো। কোনো কথা না বলেই চুপচাপ কোপাতে থাকলো। প্রথম কোপ দেওয়া মাত্রই সে শুয়ে পড়ে। তারপর শৈবাল মৃত্যু নিশ্চিত করে। শৈবালের দু'হাত রক্তে টলমল করছে। মনে হচ্ছে রঙ মেখে রেখেছে। দুটো মানুষকে খুন করার পর হোটেলের মেঝেটা টকটকে লাল রঙের রক্তের সমুদ্র হয়ে উঠেছে যেন। পর্দা ভেদ করে আসা ফিনিক ফোটা আলোয় লাল রঙের রক্তকে কালো রঙের দেখাচ্ছে।
Report incorrect information