১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
কবিতা কবির ইন্দ্রিয়ানুভূতির পরম মমতার বহিঃপ্রকাশ। কবিতায় মুক্তি পায় কবির বন্দি আত্মার ছটফটানি। তেমনি এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় উঠে এসেছে কবি তথা সর্বজনীন পাঠকচিত্তের প্রেম-অপ্রেম, দ্রোহ-মুক্তির জীবনগাথা। প্রতিটি কবিতা পড়লে পাঠকের মনে হবে এ যেন পাঠকের নিজেরই আত্মার প্রতিধ্বনি, পাঠক নিজেই নিজের সঙ্গে কথা বলছে। পাঠকের অন্তরিন্দ্রিয়ের গোপন ব্যথাগুলোর চিৎকার ধ্বনি কবিতার চরণের প্রতিটি শব্দ। এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় কবিসত্তা তার প্রিয়ংকরী প্রিয়কে না পাওয়ার আত্মযন্ত্রণায় দগ্ধ হয়েছেন। কবি আত্মা প্রবেশ করেছে বিষাদের অতল সাগরে। তবে শেষ অবধি কবি রোমান্টিকতার পথে হেঁটেছেন। আবার কোনো কোনো চরণে মহত্ত্বের আড়ালে ফুটিয়ে তুলেছেন প্রবঞ্চনা যা প্রকাশ করতে গিয়ে নিজের অস্তিত্ব সঙ্কটের আত্মপ্রকাশ করেছেন। কবির এ দ্বৈত সত্তা পাঠকচিত্তকে নিঃসন্দেহে প্রভাবিত করবে। এ কাব্যগ্রন্থে ব্যবহৃত কিছু শব্দাবলি যেমন: ফুসফুসের অক্সিজেনতুল্য প্রিয়া, প্রদীপের টিপ টিপ করে জ¦লা, কৃষ্ণপক্ষের চাঁদ, মজুত করা সময়, দীপান্বিতায় হয় দীপাবলি, বিশুদ্ধ উষ্ণতা, ভালোবাসার চোরাবালি, হৃদয়ের আগ্নেয়গিরি, ক্ষয়িষ্ণু দৃষ্টি, উগ্র ভোগবাদ, জরাগ্রস্ত বিবেকসহ এরকম আরও অনেক শব্দগুচ্ছের অনুভূতি যা আমাকে নিয়ে গেছে লৌকিক থেকে অলৌকিক মায়ার জগতে। আমার সূক্ষ্ম অনুভূতিতে বিশ্বাস করি ‘বিশুদ্ধ ভালোবাসা অমর কাব্য’ কবির এ চতুর্থ কাব্যগ্রন্থটি পাঠক হৃদয়ের অংশ হয়েই থাকবে। এ কাব্যগ্রন্থটির সম্পাদনা ও মুদ্রণলিপি সংশোধকের কাজে যুক্ত থেকে আমার বোধিশক্তির যে উপলব্ধি, তা-ই আমি ব্যক্ত করেছি।
অধ্যাপক কালাচাঁদ শীল, অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী। পটুয়াখালী জেলার সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামীণ পরিবেশেই বেড়ে ওঠা। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন। ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি শোষণমুক্ত সমাজতান্ত্রিক মানবতাবাদী আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়েন। সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যিালয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে তিনি জগন্নাথ হল ছাত্রসংসদে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আনুষ্ঠানিক ছাত্রজীবন শেষে চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৩ সালের নভেম্বর মাসে সরকারি ফজলুল হক কলেজ, চাখার, বরিশালে দর্শন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে নানামুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তচিন্তার বিজ্ঞানমনস্ক আলোকিত মানুষ গড়ার কাজে নিরলস চেষ্টা করছেন। অবশ্যই একদিন মুক্তচিন্তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মুক্তি আসবে- এ প্রত্যয় তিনি ধারণ করেন। তাঁর চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ ও মানবিক মূল্যবোধ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'আরো কিছুদিন বেঁচে থাকতে চাই' ২০২২; দ্বিতীয় কাব্যগ্রন্থ 'আমাকে একা থাকতে দাও' ২০২৩।