নোনা শরীর একটি বাস্তব গল্প থেকে নেয়া উপন্যাস। এই গল্পের নোরা চরিত্রের মতো হাজারো নোরারা বাস্তবে আছে, যারা লীলায়-অবলীলায় পরিবারের ভার নিজ কাঁধে নিয়ে এভাবেই নিজের জীবনের সুখ স্বপ্নকে হাসতে হাসতে জলাঞ্জলী দিয়ে দেয়। দুঃখের বিষয় গোটা জীবনকে যাদের জন্য নোরার মতো মেয়েরা বিলিয়ে দেয়, সেই পরিবারই একদিন নোরাদের দিকে সব চাইতে কঠিন বিষাক্ত তীরটা ছুড়ে। তবুও নোরারা বেঁচে থাকে বেঁচে থাকার নিয়মে। কারণ তাদের বাজিটা থাকে নিজের সাথে নিজের। তাই সেই বাজিতে জিততে তারা শেষ দিন অব্ধি লড়ে যায় সমাজ সংসার এবং প্রিয়জনদের সাথে। লড়াই অবশ্যই কোনো যুদ্ধের থাকেনা, নোরাদের লড়াইটা থাকে পুরোটাই নিজে কেঁদে কাছের মানুষের মুখে হাসি উপহার দেয়া।
জীবন শুধু যাপনের নয় উদযাপনেরও। আর সেই উদযাপন শুধু চাওয়ার মতো সব পেলেই হয় না। বিসর্জনের মধ্য দিয়েও জীবনকে পূর্ণতা দেয়া যায়। অনন্ত অসীমের মৃত্যুর কাছ থেকে ধার করে নেয়া খণ্ডকালীন সময়টার নামই জীবন। আর সেই জীবন অন্যদের ভালোর জন্য উৎসর্গ করাটাতেও যে এক অসীম আনন্দ রয়েছে নোনা শরীর উপন্যাসের নোরা চরিত্রের প্রতিটি অধ্যায়েই তা তুলে আনা হয়েছে।
Report incorrect information