* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
মানুষের জীবনে সুদিন বলতে কিছু নেই। একদিন সব হবের মিথ্যা সান্ত্বনায় আমাদের শুধু আয়ু ফুরিয়ে যায়। কাঙ্খিত কিছু পূরণ না হওয়ায় যে বিষাদের শেকড় আমাদের আপাদমস্তক আষ্টেপৃষ্ঠে নেয়, তার পরিবর্তে সব কিছু মানিয়ে নেওয়ার সংস্কৃতি বরণ করে জীবন বরং আর একটু সহজ হোক।
Report incorrect information