পিলু কেমন অদ্ভুত বিড়ালের দেখা পেয়েছিল, জানতে চাও? ছয় ছয়টা পা তার আর সেই পা দিয়ে তার কুতকুত খেলা দেখানোর মজাই আলাদা। তাকে দেখতে হলে পিলুর সঙ্গে দেখা করো আগে!
আবার কত রকমের হাসি আছে, জানো নাকি? কিংবা সব কাজের মধ্যে নানা রকমের হাসি হাসলে কেমন হবে, বলো তো? মুখে হাসি নিয়েই বানর আর শেয়ালের গল্পটা পড়ে ফেলতে পারবে। ওদিকে, বিটলু কেমন দুষ্টু ছিল আর তার দাদিইবা ছিল কেমন, জানতে ইচ্ছে করে না তোমাদের? যা হোক, তুমি যদি গাছকে ভালোবাস, তা হলে সে কিন্তু তোমার সঙ্গে কথা বলবে, যেমন বলত রুকু আর টুকুর সঙ্গে।
Report incorrect information