"ছফা, আমি কখনওই ভাবিনি যে তুমি আমার এ মানসিক অশান্তির সুযোগ নিয়ে বিয়ের প্রস্তাব দেবে। আমি জানি তুমি আমায় ভালোবাসো। একটা উপায়ে আমাদের সম্পর্ক তো বহুদিন আগেই তৈরি হয়ে গেছে, সেটা তুমিও জানো। আমাদের সম্পর্কটা বুদ্ধিবৃত্তিক। আমাদের সেটাই সব থেকে বড় সম্পদ। এটা খুব কম মানুষের জীবনেই ঘটে। আমাদের দুজনের সম্পর্কে যদি আমরা দৈনন্দিন জীবনের করকরি, ঘচঘচি, চালডাল এবং জামাকাপড়ের হিসাব নিয়ে আসি তাহলে এ হিসাব টিকবে না, ভেস্তে যাবে। এ সম্পর্ক অন্যপর্যায়ের। তুমি নিজেও এটা জানো। গতবার আমি যখন ঢাকায় যাই তখন তুমি আমাকে নিজের মুখে এই একই অনুভূতির কথা বলেছিলে। আমার এটা ভেবেই সব থেকে আনন্দ হয়েছে এবং হচ্ছে যে তুমি এটার পরিণতি জেনেও আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলে। আমার কষ্ট, আমার দুঃখ তোমাকে বিচলিত করেছিল। এটাই আমার সব থেকে বড় পাওনা তোমার কাছ থেকে।”
Report incorrect information