Category:সংগীত সংগ্রহ
মূলত উপন্যাস লিখলেও সেই কবে থেকে গানে হাতেখড়ি মনেও পড়ে না। মনে পড়ে, চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নকালে তৎকালীন জনপ্রিয় কয়েকজন শিল্পীর জন্য প্রয়াত আইয়ুব বাচ্চুর জন্য কয়েকটি আধুনিক গান এবং শেফালী দি’র জন্য কিছু আঞ্চলিক গান লিখেছিলাম। সে গানগুলো এখন কোথায় জানি না। জানি না নিউইয়র্কে থাকাকালীন জাতিসংঘের বিভিনড়ব উপলক্ষে লেখা ইংরেজি গানগুলোরও বা কি হলো। তবে হারিয়ে যাওয়া গানের মায়ায় হোক, ইউটিউবে বিকৃত কথায় ও সুরে আমার গান প্রচার দেখে হোক, স্মরণ ও সঞ্চয়ে থাকা গানগুলো সংকলনের তাগিদ অনুভব করছিলাম বহুদিন থেকেই। গীতিকবি হিসেবে
গণমাধ্যমে তালিকাভুক্তি এক্ষেত্রে নতুন প্রেরণা ও বাধ্যবাধকতা যুগিয়েছে। প্রম সংকলনটির ইউটিউবে বিপুল সাড়া প্রাপ্তিতে বই আকারে তা প্রকাশ হয়েছিল। সকল সংগীতপ্রিয়ের সহৃদয় প্রীতি ও ভালোবাসার বিপুল সমারোহ দেখে দ্বিতীয় সংকলনের অঙ্গীকার করেছিলাম, আজ তার মূর্ত প্রকাশ দেখে আনন্দিত। রাগ সম্পর্কে একটি কথা অনেকে গানে রাগ উল্লেখ থাকায় শিল্পীদের মুক্তভাবে গান তুলতে সমস্যা হচ্ছে বলে অনুযোগ করেছেন। গান লেখার সময় যে রাগ বা সুর মাথায় বাজে, তা লিখে রাখাই বাঞ্ছনীয়। আমিও তাই করেছি। পেশাদার সংগীতকারদের এতে গান তুলতে সুবিধা হয়। তবে তা সাধারণ ও জনপ্রিয় শিল্পীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁরা গানের কথা ও সুরের ব্যত্যয় না ঘটিয়ে স্বাধীনভাবে গান তুলতে ও গাইতে পারবেন।
Report incorrect information