আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
এই রাজ্যের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক নদী। বড় কোনো জাহাজের দেখা মেলে না এই নদীতে। তবে, গভীর নিশিতে কুমিরের পিঠের মতো দুলতে দুলতে ছোট ছোট নৌকা অপসৃয়মাণ সমুদ্রের দিকে চলে যায়। গৃহস্থ বধূরা অবাক বিস্ময়ে দেখে, সেই নৌকায় কুপি জ্বলছে। তাদের মনে হয়, ভগবানের দূতেরা আলো জ্বেলে রেখেছে। সেই সব স্বর্গীয় আলো দূরে যেতে যেতে মিলিয়ে যাচ্ছে হাওয়ায়।