মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিকথা ট্রিলজির দ্বিতীয় পর্ব হলো 'শহরবাসের ইতিকথা' উপন্যাস। যারা লেখকের 'পুতুল নাচের ইতিকথা' পড়েছেন তারা নিশ্চয়ই শশীর শহরে বসবাস করার একটা সুপ্ত ইচ্ছার কথা জানতেন। শশীর শহরে বসবাসের গোপন ইচ্ছেটাকেই লেখক 'শহরবাসের ইতিকথা' উপন্যাসে পূর্ণ রূপ দিয়েছেন।