আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
কবিতার জন্ম হয়েছিল প্রতিবাদ করার জন্যে। পৃথিবীতে রাষ্ট্রীয় ভাবে প্রথম মৃত্যুদণ্ড হয়েছিল তরফা নামের এক কবির। রাজার অন্যায়ের বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ করাই ছিল সেই কবির অপরাধ। একজন কবি হন আবেগী ইচ্ছের অনুচাষি। কবি যখন তার উপমা অন্য সুন্দর ভিন্ন অনুভবে নাড়া দেয় তখন তিনি কবি হয়ে যান। কবিতা ও শিল্প আবেগী প্রতিপাদ্য, প্রতিটি মানুষ কে বোধে ছুঁয়ে দেয় যদি সে কবিতা হয় মান উত্তীর্ণ।