‘শ্রেষ্ঠ শিবরাম’ ১ম খণ্ড প্রকাশিত হয়েছিল ২০০৫ সালের বইমেলায়। সংকলন ও সম্পাদনা করেছিলেন বিষ্ণু বসু ও অশোককুমার মিত্র। তাঁদের অনুরোধে ‘ভূমিকা’ আমাকে লিখতে হয়েছিল। দুর্ভাগ্য ও গভীর শোকের বিষয় যে বিষ্ণু দা আমাদের ছেড়ে চলে গেলেন, যদিও যাওয়ার বয়স যাকে আমরা বলি সে-বয়সে তিনি পা দেননি। তবে, তৃপ্তির ঘটনা এটুকুই যে, তিনি ‘শ্রেষ্ঠ শিবরাম’ গ্রন্থের ২য় খণ্ডের সূচি তৈরি করে দিয়ে যেতে পেরেছিলেন। আমরা তাঁর ‘সূচি’ মান্য করেই বর্তমান ২য় খণ্ড প্রস্তুত করে তাঁর স্মৃতিতপর্ণ করছি। আমি ‘ভূমিকা’ অংশে তখন জানিয়েছিলাম যে, ‘ভবিষ্যৎ-পরিকল্পনা রইল আরেকটি খণ্ডে স্বল্পচেনা শিবরামকে পরিচয় করানোর।’ এই ২য় খণ্ডটি সেই প্রতিশ্রুতি পূরণের অভিব্যক্তি, আর কিছু নয়। ১ম খণ্ডে আমরা ৪টি বিভাগ রেখেছিলাম : উপন্যাস (৮টি), গল্প (৩৯টি), কবিতা (১১টি) এবং (৫টি) নাটক। এই ২য় খণ্ডে থাকছে তাঁর আংশিক আত্মজীবনী, ২টি উপন্যাস, ‘নবোন্যাস’ ১টি, ২৬টি গল্প, ৩টি কাব্য, নাটক ২টি, ১টি প্রবন্ধগ্রন্থ আর ১টি রস-রচনা।
আমাদের ধারণা, এ-রকম দু’টি খণ্ডে শিবরাম-বীক্ষণ মোটামুটি এক ধরনের সম্পূর্ণতা পায়।