এই গল্পটাই সেই মানুষের শৈশব
কৈশোরের স্মৃতিময় গীতিময় প্রীতিময়
এক কল্পজগৎ গল্পে গল্পে সমাজের কৃষ্টি,
কালচার ও পরিবেশ প্রকৃতির মতো
অসাধ্য সাধনে স্নেহময়ী মায়ের মুখে হাসি
ফোটাতে পিতার গৌরব অক্ষুন্ন রাখতে
ছোট্টমনি বোনটি লালটুকটুক আদুরে সুখ
ভবিষ্যতে বইপড়ি জীবন গড়ি স্বপ্নে
হারাইচলো ‘শিকারী ও লোভী মানুষের
লোভের আগুন থেকে বাঁচাই আমাদের
মানবিক মূল্যবোধ সংবেদনশীল এই
জগতকে শিশুর বাসযোগ্য হোক বাহান্নের
অঙ্গীকারের এই দেশ, একাত্তরের
চেতনার এই প্রিয় মাতৃভূমি প্রানন্ত নরম
কোমল ভালোবাসার প্রিয় জগৎ
বিনির্মানের কথপোকথনই এই গল্পটাই
সেই ।