আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
বত্রিশমঙ্গলের প্রধান চরিত্র কুদ্দুচ এখানে জীবনের অর্থ-স্বপ্ন-সম্ভাবনার সঙ্গে জড়িত—একথা যেমন সত্য, তেমনি একথাও অসত্য নয় যে, এখানে, উদ্দিষ্ট কুদ্দুচকে সামনে রেখে নিয়ত গুঞ্জরিত হচ্ছে কোনো এক দমিত স্বপ্নদ্রষ্টার স্বগত আলাপও। দীর্ঘকবিতার পর্বে পর্বে গনগনে প্রতিবেশের চাপে প্রমিত ভাষা সহজেই চলে গেছে লোকভাষায়, সেই সঙ্গে কোথাও কোথাও যুক্ত হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপের তীব্রতাও। সব মিলিয়ে সাকিরা পারভীনের এই দীর্ঘকবিতার পাঠক অন্তরঙ্গ সময়-ভাষ্যের মুখোমুখি হবেন বলে আমাদের ধারণা। দীর্ঘদিন রূপক-প্রতীকের নিবিড় চর্চার পর এখনকার খতরনাক সময় বাস্তবতার অনিবার চাপে এই কাব্যগ্রন্থের স্থানে স্থানে এই স্বপ্নদ্রষ্টা প্রত্যক্ষ ও সরব। প্রয়োজনের নিরিখে তিনি তুলে নিয়ে এসেছেন ইতিহাসের কিছু বাঁক-পরিবর্তনকারী চরিত্র এবং কিছু স্থান-নামের সূত্রও।