১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
কখনো দ্রাঘিমাংশের শেষ নীলোৎপল দেখতে বৈমানিক হয়ে ককপিটের ইয়োক ধরেছি। আমেরিকার সুদূর আকাশ হতে তাকিয়ে থেকেছি মনের গহীনে জমে থাকা শৈশবের বালুচরে। মূল পেশার চেয়ে লেখক হিসেবে পরিচয় পেতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। "মৃত্যুর কয়েক সেকেন্ড আগে" গল্প সংকলনটির প্রতিটি গল্প আমার নিজের কিংবা আমার জীবনের সাথে সম্পৃক্ত কিছু মানুষের হুবহু বাস্তব ঘটনা। মাটির মানুষকে আকাশের কবি হতে সেকেন্ড লাগে না। আর আকাশের ইন্সট্রমেন্টাল মানুষ (বৈমানিক) হয়ে মাটির মানুষের কাছে ফিরে যেতে যথেষ্ট মেধা, ধৈর্য, চৌকস, সময়ের সিদ্ধান্ত ও স্বপ্নহীন একটা বাস্তবিক মাথা ও কলিজা লাগে। কারণ আকাশ চিরে তাকে চলতে হয়। তাই কলমের ছোঁয়ায় সাহিত্য ও টেকনোলজির একটা মিলন আনার চেষ্টা করেছি মাত্র। সবগুলো গল্প একই শ্রেণীর নয় বরং বিভিন্ন ধাঁচের টক-জ্বাল-মিষ্টি করে সম্মানিত পাঠকদের কাছে পৌঁছাতে চেয়েছি। খড়গের কান ঘেষে খরতার নিঃশেষে প্যাঁচিয়ে ওঠা স্বপ্নেরা নিঃশেষ হয় কিন্তু সন্তানের কাছে বাবা-মায়ের প্রয়োজন ফুরোয় না। আমার কলম ধরার জাদুকর আমার বাবা জনাব মোঃ আমীর হোসাইন শিকদার ও ছটফট করা ভালোবাসার ডাকনাম আমার জন্মদাত্রী মা ফিরোজা বেগম, যাদের কাছে আমি চির কৃতজ্ঞ। যাঁর কথায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি তিনি আমার বাংলা সাহিত্যের শিক্ষক শ্রী কবিকুসুম রায় চক্রবর্তী। আমাকে উৎসাহের কাঁপন ধরানোর জন্য অসংখ্য ধন্যবাদ ঔপন্যাসিক এ কে আজাদকে। সার্বিকভাবে সহযোগিতার জন্য কবি শাকেরা আহমেদ, শুভংকর পাল, ইসরাত মনোয়ার রিনি, মনিরা সুলতানা ও মাসউদুর রহমান সোয়াদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। বেড়ে বেড়ে কখনোই অসাধারণ হতে চাই না বরং মিহি হয়ে মিলিয়ে থাকতে চাই সবার সাথে সাধারণ হয়ে। সম্মোহিত জন্মভূমির ঋণ শোধ দেবার অনুভূতি নিয়ে একে একে কলমের আঁচড়ে কাগুজে মলাটে রূপ দিলাম। দীর্ঘ সময়ে জমে থাকা ডজনখানিক পাণ্ডুলিপির প্রথম এই প্রকাশটি যদি পাঠকপ্রিয়তা পায় তবে কথা দিলাম, ধারাবাহিকতায় আবারও কলম বাড়াবো।
১৯৭৭ সালের ৭ জুলাই বাবার চাকুরীসূখে বর্তমান নরসিংদী জেলার পলাশের বাসায় জন্মগ্রহণ করেন পৈত্রিক বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুড়াইচ গ্রাম। তবে বেড়ে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা সদরের বাড়িতে। যার পিতার নাম শিকদার মোঃ আমীর হোসাইন এবং মাতা ফিরোজা বেগম। তার শৈশবের শিক্ষা শুরু হয় আলফাডাঙ্গা সরকারি প্রাথমিক ও আরিফুজামান সরকারি উচ্চ বিদ্যালয়ে। কর্ম ও পারিবারিক জীবণ: বাংলাদেশ বিমান বাহিনীর পথ পেরিয়ে তিনি আমেরিকায় পাইলট প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলেন এবং হাতমাধ্যে তার বাতিষ্ঠান হতে এ পর্যন্ত ২৮ জন কমার্শিয়াল পাইলট লাইসেল প্রাপ্ত হন। একজন বাংলাদেশী বংশদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে নিউ গ্লেনঃ ও নিউ গ্রেমুখ রকেট উৎক্ষেপণ এবং চন্দ্রবান এম কে ওয়ান তোরাতেও কার হাতে কলমে সরাসরি অবদান রয়েছে। প্রবাসে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেও তিনি একাধারে একজন বৈমানিক, এসোসিয়েট এ্যারো নোটিক্যাল ইঞ্জিনিয়ার, লেখক, আবৃত্তিকার ও কলামিস্ট। তিনি অষ্টীক প্রবাসী হন ২০১০ সালে। বর্তমানে তিনি ৩ পুত্র সন্তানের জনক। সাহিত্য জীবন: বাংলা সাহিত্যের নাট্যগুরু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতন রাধাষক নূরুল মোমেনের বংশীয় ও বালুত হন মাহফুরূপ আদম। তিনিই তার ব্যাক্তিগত ও পারিবারিক অনুপ্রেরণার মূল সূত্র। এক সময়ে নিয়মিত এই আবৃত্তিকার ও বাংলাদেশ বেতারের উপস্থাপক হিসেবে শেষবারের মত ২০১০ সালে "পূর্বার" অনুষ্ঠানে অংশগ্রহন করে প্রবাসী হন