আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
টুই আর পুই
মাথাখানি নেড়েচেড়ে ডেকে প্যাকপ্যাক হেলে দুলে চলছিলো পাতিহাঁস এক। সাথে তার হলদেটে ছোট ছানা দুই একটার নাম টুই, একটার পুই। খুকুমণি দেখে হাঁস ডাক দিলে আয় টুই, পুই বলে মা'কে, "চলো না মা যাই।” মা হাঁস ছানা নিয়ে যবে কাছে গেলে খুকুমণি একখানা বই হাতে নিলে। বলে দিলে, "বসে পড়ো সব ফেলে কাজ শিখে নাও, গুণে নেয়া ঠিকঠাক আজ।" খুকুমণি বলে যাবে, পড়ো এক দুই ফ্যালফ্যাল চেয়ে থাকে টুই আর পুই।