আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
কবির কাব্যসত্তা অন্বেষণে একটা নির্বাচিত কবিতার বই আগ্রহী পাঠককে সহায়তা করে, উদ্ধৃতি উৎকলনে সুবিধে হয় আর কবিতা সহভাগ করতে চাইলে সময়ক্ষেপণ হয় না।
বহুদিন ধরে আমার পাঠকগণ আমার কাজগুলো, বিশেষ করে কিছু কবিতা একত্রে দেখার ইচ্ছা প্রকাশ করে আসছেন। আমিও যে চাইনি তা কিন্তু নয়, আবার এমন একটি কাজে কিছু ঝুঁকিও রয়েছে। সব পাঠকের মেজাজ বোঝা কিংবা পাঠের ধরন ধরতে না পারলে এ কাজটা কঠিনই বটে।
তবে এ ক্ষেত্রে আমি কিছুটা শঙ্কামুক্ত। আমার দীর্ঘদিনের পাঠকদের সাথে একসঙ্গে চা খেয়ে খেয়ে যে কাব্যচর্চা অব্যাহত রেখেছি তার মধ্য দিয়ে একটি অন্তরময় অদেখা সম্পর্ক তৈরি হয়েছে। আমার পাঠকদের মেজাজ আমি এখন বুঝতে পারি। তাই নির্বাচিত কবিতার বই প্রকাশে আমার আর কোনো দ্বিধা নেই।