“মুদ্রণশিল্প” কী, প্রকাশনী না-কি পত্রিকা? সহজ জবাব- দুটোই। ‘মুদ্রণে শিল্পের সৌরভ’ স্লোগানকে সামনে রেখে পাঠকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রয়াসে মুদ্রণশিল্প প্রকাশনী’র যাত্রা শুরু। সেইসাথে একই নামে সাহিত্যের ছোটকাগজ হিসেবে আত্মপ্রকাশ। বাজারে এত এত সাহিত্যের পত্রিকা থাকতে আবার নতুন করে পত্রিকা কেন? আমরা মনে করি, প্রতিটি নতুন উদ্যোগেই অপার সম্ভাবনা লুকিয়ে থাকে। আমরা নতুন, রয়েছে নিজস্ব চিন্তাভাবনা আর একদল উদ্যমী পরিশ্রমী তরুণ কর্মী। ভিন্ন আইডিয়া, ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই এই নতুন পত্রিকা। এখানে প্রকাশিত কোনো লেখা বা আঁকার জন্য টাকা নেওয়া হয়? একদমই না। প্রকাশিত লেখার লেখকদেরকে কোনো সম্মানী দেওয়া হয়? এখন পর্যন্ত সুযোগ হয়নি। তবে অদূর ভবিষ্যতে সর্বাত্মক চেষ্টা থাকবে। মুদ্রণশিল্প পত্রিকা মূলত কী নিয়ে? প্রকাশনা জগতের সাথে যা কিছু সম্পৃক্ত, তার সবকিছু নিয়েই এই পত্রিকা। আমাদের লক্ষ্য কী? সবাইকে নিয়ে একসাথে পথচলা। বাংলাদেশের প্রকাশনা সেক্টরটি একেবারেই ছোট। লেখক-লেখিকা, পাঠক-পাঠিকাদের পাশাপাশি প্রকাশক, প্রকাশনা প্রতিষ্ঠান, অনলাইন ও অফলাইনের বুকশপ, স্যোশাল প্লাটফর্মে থাকা বই রিলেটেড কমিউনিটি, আর্টিস্ট, এডিটর, প্রুফরিডারসহ ছাপাখানার যেকোনো কর্মী; যারা বইয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা সকলেই আমাদের আপনজন। তাদের নিয়েই মুদ্রণশিল্প। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াসে আপনারা পাশে থাকবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জামসেদুর রহমান সজীব এর জন্ম রাজবাড়ী জেলাশহরে। ছোটবেলা থেকেই জাতীয় পত্রিকায় লেখালেখি করেন। রাজবাড়ীতে ‘আড়ম্বর’ শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। বর্তমানে সাহিত্যের ছোটকাগজ ‘মুদ্রণশিল্প’ সম্পাদনার দায়িত্বে রয়েছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সফল এ তরুণ সংগঠক। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০১৭’তে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তার নির্মিত ‘বাড়ি ফেরা’ চলচ্চিত্রটি। খুব ছোট্ট একটি সূত্র অনুসরণ করেন জীবনে। নিজে হাসিখুশি থাকতে হবে, আশপাশের সকলকেও হাসিখুশি রাখতে হবে। একারণেই বেছে নিয়েছেন লেখালেখি। নিয়মিত রম্য লিখছেন। পাঠকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন হাসি-আনন্দ।