43 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400
TK. 349
You Save TK. 51 (13%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
লেবুগাছে হলদে চ্যাপ্টা লেবু ধরেছে। গাছটা অদ্ভুতভাবে মাচার ওপরে তোলা বাড়ির বারান্দায়। বারান্দার দরজার রং গাঢ় নীল। খুব আহ্লাদী ভঙ্গিতে নুয়ে পড়েছে একধারে বড় বাগানবিলাস গাছ। লেবু ফুলের অদ্ভুত সৌরভ চারদিকে। সামনে নীল জলরাশি। যে জায়গাটা এতক্ষণ সে স্বপ্নে দেখেছে তা সান্তোরিনি নামের একটা দ্বীপ। গতকাল ঘুমানোর আগে একটা ট্রাভেল শো দেখছিল। ইদানীং ওর ঘরে মন বসে না। ইচ্ছে করে সমুদ্রের কাছে গিয়ে পা ডুবিয়ে বসে থাকতে।
হৃদয়ের গোপন অসুখ সমুদ্র সারাতে পারে? কে জানে! সমুদ্রের অপর নাম হচ্ছে রত্নাকর। সাগরের সেই রত্ন তো ঝিনুক। তনুর মাঝে মাঝে মনে হয় ঝিনুকের মুক্তোর মতো আমাদের মনের গহিনের দুঃখ। লোকে সেই দুঃখ ভুলতে সাগরে যায়। সাগরে গিয়ে ভাসিয়ে দেয় গহিনের বেদনা। স্থলের মানুষের সকল বিষাদ যেন ঝিনুক নিজের মাঝে মুক্তোর মতো ধারণ করে। সেজন্যেই সাগর রত্নাকর।
উড়োজাহাজ রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করছে। আকাশ থেকে পাখির চোখে দেখছে অভীক ওর প্রিয় শহরকে। সবুজের চাদর বিছানো চারদিকে। বিমান রাজসিক ভঙ্গিতে উড়লে ও অবতরণের সময় তার অহং যেন চূর্ণ হয়। সাবধানে স্পর্শ করে রানওয়ে। যেন ভূমির কাছে ফেরত এলে তাকে তার প্রাপ্য সম্মান দিতে হয়। পাখির মতন উড়ে বেড়ানো শেষে এই মাটির কাছেই ফিরতে তার কত আয়োজন!