এই বইতে প্লে শ্রেণির বাচ্চাদের উপযোগী ইংরেজি বর্ণমালা দেওয়া হয়েছে। প্রতিটি বর্ণ যাতে শিক্ষার্থী সহজেই শিখতে পারে সেজন্য ছড়া তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি বর্ণ দিয়ে শব্দ ও তার বাংলা অর্থ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ফল, পশু, পাখি ইত্যাদি বাংলা অর্থসহ দেওয়া হয়েছে। পুরো বইটি রঙিন । বইয়ে ব্যবহৃত প্রতিটি ছবি শিক্ষার্থীর উপযোগী করে দক্ষ আর্টিস্ট দিয়ে আঁকানো হয়েছে। আশা করি বইটি আপনার সন্তানের শিক্ষা গ্রহণে সহায়ক হবে।