আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
ছাগল-শুমারি
পরিসংখ্যান বোর্ড বসেছে
হিসেব-কিতেব নিতে
বাংলাদেশে ছাগল কতো
ভ‚মির বিপরীতে।
সেই মোতাবেক নামলো কাজে
দুই জুনিয়র কর্মি
রিপোর্ট দিলো বোর্ডের কাছে
সার্ভে করে বর্মি।
দু’দিন বাদে বোর্ড মিটিংয়ে
সাহেব বলে ফেলেন
কেমন করে এমন হিসেব
জলদি এতো পেলেন?
কথা শুনে কর্মিরা কয়
বর্মি যাওয়ার পরে
দেখেছিলাম দশটা ছাগল
একটা মাঠে চরে।
এরপর সেই মাঠটা মেপে
তার এরিয়া নিলাম
সেটা দিয়ে দেশকে পুরো
ভাগ করে স্যার দিলাম।
ভাগফলটা গুনন করে
দশটা ছাগল দিয়ে
মোট ছাগলের হিসেবখানা
সঙ্গে এলাম নিয়ে।
হিসেব শুনে রাগে সাহেব
কাঁপছে থরো-থরো
হয়নি বাপু তিনটে ছাগল
ওর সাথে অ্যাড করো।
থতমত কর্মিরা কয়
বাদ গেলো ফের কে?
সাহেব বলেন তোমরা দুটো
এবং আমিই হে!