Category:ব্যক্তিগত জীবনবিধান
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
যদি তোমার স্ত্রীকে আলাদাভাবে রাখার কোনো সুযোগ না থাকে তাহলে তার থাকার জন্যে বাড়ির একটি অংশ বরাদ্ধ দেবে। যদি সেটিও দেওয়ার সামর্থ না থাকে তাহলে অন্তত একটি ঘর, একটি রুম, একটি রান্নাঘর পাওয়া তোমার স্ত্রীর হক।
ঘরটি একেবারে তার নিজের হবে, বাথরুম ও রান্নাঘর একেবারে তারই জন্য বরাদ্ধ করে দিতে হবে। এ জিনিসগুলো তার লাগবেই লাগবে।
আর যদি এ সামর্থটুকুও তোমার না থাকে, তাহলে তুমি তাসবিহ পড়ো, রোজা রাখো, তোমার বিয়ে করার কোনো দরকার নেই। কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই।
এভাবে কারোর বাড়ির মেয়েকে অপমান বা অপদস্ত করার কোনো অধিকার তোমার নেই।
জয়েন্ট ফ্যামিলি সিস্টেমটা হিন্দুদের থেকে এসেছে। আগে এই সিস্টেমটা অনেক ভালো ছিল। একে অন্যকে সহযোগিতা করার একটা প্রবণতা ছিল। সবাইকে একে অন্যকে সহযোগিতা করতো। কিন্তু বর্তমানে এটা আমাদের জন্য বড় ধরনের একটা আজাব হয়ে দাঁড়িয়েছে। একে অন্যের সংসারে অযথা হস্তক্ষেপ করাটা যেন আমাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা একে অপরের জীবনটাকে ধ্বংসস্তুপে পরিণত করেছি।
কোথায় ঝগড়া হয় না? মুরব্বিদের কাজ হচ্ছে, সমাঝোতা করিয়ে দেওয়া। কিন্তু তারা সমাঝোতা করার বদলে ঝগড়ার আগুনে তার আরও বেশি করে ঘি ঢালতে থাকে।
বই : স্বামী স্ত্রীর প্রেমময় জীবন
বয়ান : মাওলানা আশরাফ আলী থানভী রহ.
মাওলানা তারিক জামিল
অনুবাদ : মাওলানা আমিন আশরাফ
প্রকাশক : মুসতাকিম প্রকাশন
Report incorrect information