Category:দোয়া, দরূদ ও যিকর
“দোয়ায়ে গঞ্জুল আরশ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
দোয়ায়ে গল আরশ আল্লাহর পবিত্রতা ও তাঁহার গুণাবলীর পরিচয় প্রকাশ করিতেছে। তাহার গুণাবলী এবং পরিচয়ের সঙ্গে আমাদের যেই গভীর সম্বন্ধ রহিয়াছে তাহার একটি সুন্দর স্মরণিকা এই দোয়া। “তাখাল্লাকু বে আখলাকিল্লাহ" এই আদেশে সাড়া দিতে চাহিলে এই দোয়াটি সাধকের জন্য অবশ্য স্মরণীয়। আল্লাহর নামগুলিকে অবলম্বন করিয়াই “আল্লাহর স্বভাবে স্বভাবান্বিত হইতে হয়। সেই কথাই এই দোয়ার মূল বক্তব্য। সুতরাং আল্লাহর স্বভাবে স্বভাবান্বিত হইতে ইচ্ছুক একজন মুক্তিসন্ধানী সাধকের জন্য ইহা বিশেষ প্রয়ােজনীয় একটি দোয়া। আল্লাহর নামের প্রায় প্রত্যেকটির সঙ্গে the English article "the" যােগ করা হইয়াছে। বাংলা ভাষায় ইহার কোনাে প্রতিশব্দ থাকায় অনুবাদে বিঘ্ন ঘটে। এই কথা স্মরণে রাখিয়াই কোরানের অনুবাদ সাহিত্য বুঝিতে হইবে। শব্দটির অনুবাদে আমি লিখিয়াছি বিশেষ, বিশিষ্ট অথবা প্রতিষ্ঠিত। আমাদের দলীয় লােকদের জন্য এই অজিফাগুলির অনুবাদ ও ব্যাখ্যা প্রকাশ করা হইল।
Report incorrect information