Category:পশ্চিমবঙ্গের বই: উপন্যাস
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
জয় মুখার্জি চেয়েছিল কবি হতে। কিন্তু লাজুক জয় নিজেকে কখনোই জনসমক্ষে মেলে ধরেনি। সে জয় ভরদ্বাজ ছদ্মনামে কবিতা লিখত। পড়াশোনা করতে চেয়েছিল সে, হতে চেয়েছিল সিভিল ইঞ্জিনিয়ার। তাও হয়ে উঠতে পারেনি। এই হাজার না পারা, সংসারের দায়িত্ব, পেটের টান তাকে নানা রকমের চাকরি করতে বাধ্য করিয়েছিল। পেটের টানে সে একদিন রঞ্জনের কথায় চলে আসে রায়ডাক নদীর পাশে। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট রিসোর্টে ম্যানেজারের কাজ নিয়ে। সে একা হতে চেয়েছিল সংসার, সন্তান, স্ত্রী সবকিছু ছেড়ে। অভাব ছিল ভালোবাসার। সেই ভালোবাসা খুঁজতেই চলে এসেছিল জঙ্গলে। পেয়েছিল সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। ডেয়ার ডেভিল চঞ্চল, প্রাঞ্জয়, রাভাদাদা এবং আরও অনেক জঙ্গলের মানুষের চোখে সে দেখেছিল নিঃস্বার্থ ভালোবাসা। পাঠিকা ত্রিপর্ণার কাছে পেয়েছিল প্রেম। শেষ অবধি সেই প্রেম আর ভালোবাসা কি থেকে গেল তার কাছে?
Report incorrect information