১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
ভূমিকা ডা. প্রণব কুমার চৌধুরী বাংলাদেশে চিকিৎসা এবং শিশুস্বাস্থ্য বিষয়ক লেখালেখিতে ইতোমধ্যে বিশেষ স্থান অর্জন করে নিয়েছেন। স্বাস্থ্যসম্পর্কিত বহু জটিল বিষয়কে তিনি সহজভাবে উপস্থাপন করতে পারেন সেটা বড় কথা নয়, বিষয়টি সম্পর্কে দিতে পারেন স্বচ্ছ ধারণা যার ফলে এসব বিষয়ে একেবারে অনভিজ্ঞরাও পেতে পারেন প্রয়োজনীয় জ্ঞান ও নির্দেশনা। ইতঃপূর্বে শিশুস্বাস্থ্য বিষয়ে অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। বলাবাহুল্য তিনি একাধারে, কবি, গীতিকার, শিশু—কিশোর সাহিত্যরচয়িতাও বটে। বর্তমান গ্রন্থ ‘করোনা ঝুঁকি ও শিশুস্বাস্থ্য’ তাঁর এমন একটি প্রকাশনা যা কেবল সময়োপযোগীই নয় এক ধরনের দায়িত্ব পালনও বটে। বৈশি^ক মহামারির করাল পরিস্থিতিতে বিশ^জুড়ে সকল মানুষই বিপন্নতা ও ঝুঁকির মুখোমুখি। এর মধ্যে শিশুদের সামনে বাড়তি ঝুঁকি ও হুমকির নানাবিধ উপকরণ ও পরিস্থিতি মানুষকে নিয়ত আতঙ্ক ও শঙ্কাগ্রস্ত করে তুলছে। ডা. প্রণব কুমার চৌধুরী করোনাকালীন করণীয় এবং শিশুস্বাস্থ্য এই দুটি জিনিসকে একটি সমান্তরাল পরিকাঠামোর মধ্যে উপস্থাপন করেছেন। রোগশোক, স্বাস্থ্যঝুঁকি এইসব বিষয়ে তাঁর দৃষ্টিপাত আমাদেরকে করে সচেতন—আলোকিত। শিশুর পারিবারিক, সামাজিক অবস্থান, মহামারির মতো মারাত্মক পরিস্থিতিতে শিশুর ভবিতব্য ইত্যাদি প্রসঙ্গ তাঁর তথ্যমূলক পরিবেশনায় আকর্ষণীয় রূপ নিয়েছে। মা ও শিশুর পারস্পরিকতা, অল্পবয়েসি ছেলেমেয়েদের পঠনপাঠন, লালন—পালন, ছেঁায়াচে রোগের বিস্তারের পটভূমিতে করণীয়, মহামারি—প্রতিরোধী টিকা, টিকার উপযোগিতা ও টিকা সম্পর্কিত প্রাসঙ্গিক জ্ঞান এগুলো সবসময়েই অত্যন্ত প্রয়োজনীয় প্রসঙ্গ। আবার শিশুর বেড়ে ওঠার সামনে নানান প্রতিকূলতা, রোগশোক ছাড়াও যে সামাজিক সহিংসতা প্রতিনিয়ত শিশু নামক স্বপ্নময় ভুবনকে দুঃস্বপ্নতাড়িত করে সেটিও আমরা ভুলে যেতে পারি না ডা. প্রণব কুমার চৌধুরী পাঠকের মনে সেই বোধ ও উপলব্ধির জাগরণ ঘটান। তাঁর এই গ্রন্থ শিশুস্বাস্থ্য, মহামারি, জীবনঝুঁকি ইত্যাদি বিচিত্র উপাদানে সমৃদ্ধ হয়ে কেবল শিশু নয় বয়স্ক মানুষের জন্যও ইতিবাচক অবলম্বন হয়ে উঠেছে।