একটা জীবনের অনেক স্মৃতি, যা সবটা মনে থাকেনা। কিছু খুব উজ্জ্বল হয়ে লেপ্টে থাকে বুকের ভেতর, অনেকগুলো অনুজ্জ্বল, ঝাপসা, ভ্রান্তিও ভর করে ক্ষেত্রবিশেষে। এই সব ছেঁড়া স্মৃতির কিছু কিছু কখনো সুখ-দুঃখের অংশী হয়ে যায়, যা ভেতরে ভেতরে আনন্দের রং বিস্তার করে কিংবা দুঃখে চোখ ভেজায়। চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনার ঘাত-অভিঘাতে তাৎক্ষনিক কিছু ভাব-ভাবনারও জন্ম হয় আবার সময়ের ঘোরপ্যাঁচে কিছুটা ফিকেও হয়ে যায়।যেটুকু দাগ কেটে যায় তা-ও জায়গা করে নেয় বিচ্ছিন্ন ভাবনায়। এইসব স্মৃতি,ভাবনার আত্মমগ্ন উচ্চারণ ‘ছেঁড়া স্মৃতি, বিচ্ছিন্ন ভাবনা’