আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
শহুরে জীবনযাপন ধূলিময় তবুও, ক্লেদাক্ত অতীত যেন সেঁটে থাকে। পুড়ে অঙ্গার হলে তবেই লোকে তাকে দহন বলে। জল ধারণ করে চেপে রেখে চলার যে দহন, কেউ কি তা বোঝে? আপাতদৃষ্টিতে কেউ নেই সামনে, কেবল শূন্যতার আঁধার। তবুও, কেউ যেন অদৃশ্য থেকেই এই মগ্নতার দেয়াল ছুঁয়ে ফেলতে চায়। রিনি, রূপাই, তাসনুভা আর সমুর জীবনে কে আসে এমন জলমগ্নতার দহন ছুঁয়ে নিতে? এর পরিণতি কোথায়?