না পাওয়া বেদনাকে পুঁজি করে জীবন এগিয়ে চলে আপন আবর্তে। কর্নিয়ার বিমুগ্ধ ছান্দিক আলো খেলা করে অরাত্রী বাতাসে। মাটির কাছে, চাঁদের কাছে, স্বপ্নের কাছে কবির অনেক ঋণ। তাই তো আজন্ম বিপন্ন ক্লান্তবলয় থেকে বেরিয়ে কবি খুঁজে নেয় বাঁচার আশ্রয়।
প্রেম বিরহের উর্ধ্বে গিয়ে জীবন বোধকে আঁকড়ে ধরেছেন কবি, মনুষ্যত্বের আবেগের পরিপূরক হিসেবে।
কবি সুমী শারমীন স্মৃতিকাতরতাকে আতার শুদ্ধতায় রূপান্তর করেছেন তাঁর কথামালায়। ছন্দের মাঝেও যে ছন্দপতন, পাতা ঝরার মাঝে এনেছেন কাব্যসুধা। নির্জনে খুব যত করে আনন্দ বেদনার পৌষ ফাগুনী দিনলিপিতে এঁকেছেন জীবনের রঙে রঙ্গিন ক্যানভাস। বেলা শেষে সাঁঝের মায়াবী নির্জনতার কাছেই সমর্পণ করেছেন সুখ দুঃখের সাতকাহন।
‘নির্জন সাঁঝবাতি’ পাঠককে আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস।
আনোয়ার কামাল
কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক
সম্পাদক- এবং মানুষ (সাহিত্য বিষয়ক ছোটকাগজ)
ঢাকা।