পীর বংশের পীর হলেন সৈয়দ রইসউদ্দিন। এক বিশাল শিষ্যসা¤্রাজ্যের পীর। তিনি সিরাজগঞ্জের বাসিন্দা। কিন্তু তাঁর মেজো ছেলে সৈয়দ সিদ্দিক হুসাইন পীর পেশাকে গ্রহণ করতে রাজি নন। তিনি আরবি ফারসি পীরভাষার বদলে ইংরেজি শিখে ডাক্তার হতে চান এবং তাই শিখতে শুরু করেন। বাবা এবার ছেলেকে থামাতে করেন ত্যাজ্য। কিন্তু তাঁর ছেলে থেমে থাকেনি। দরজির দোকানে কাজ করে পড়ালেখা চালিয়ে এক সময়ে পৌঁছে যান কলকাতায়। এরপর ডাক্তার হয়ে ওঠার গল্প। জমিদারের হাত ধরে কুড়িগ্রামে ফিরে আসার গল্প। এ সব গল্প রূপকথাকেও হার মানায়।
এরপর আরেক নতুন রূপকথার জন্ম। সৈয়দ সিদ্দিক হুসাইনের প্রথম পুত্র বাদশা। বাংলাসাহিত্যে তাঁর বাদশা হবার গল্প। এ সব গল্পই হলো আমাদের প্রিয় কবি সৈয়দ শামসুল হকের জীবনি।