আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আমি এই জীবন-সমাজ ও সংসারের বিচ্ছিন্ন কেউ নই। আমি যুক্ত আমার পূর্ব- প্রজন্মের মানুষের ধ্যান-জ্ঞান, চিন্তা-চেতনা, নিয়ম-কানুন, বহুবিধ আবিষ্কার, ধর্মাধর্মসহ জীবনাভিজ্ঞতার সকল কিছুর সাথেই। জীবন এক বহু-ক্ষেত্র সংশ্লিষ্ট কর্মযজ্ঞ। মানুষের এই কর্মযজ্ঞকে আমি আমার হৃদয় দিয়ে প্রতিনিয়ত অনুভব করি। 'কৃতজ্ঞতার মহাবয়ান' গ্রন্থে আমি স্বীকার করতে চেষ্টা করেছি আমারই নানা অনুভবের কথা। এই বইতে সব কিছু বলতে পারি নি- বলা সম্ভবও না সবসময়। আমার বন্ধুদের সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ের অগ্রজ ও অনুজ সতীর্থদের সম্পর্কে এবং আমার সম্মানিত অনেক শিক্ষক ও সহকর্মী সম্পর্কে অনেক কথা অন্য সময়ে অন্য কোথাও বলার জন্য রেখে দিলাম।
এই বইয়ের প্রবন্ধগুলোতে আমি নতুন কিছু বলিনি- সবসময় নতুন কিছু বলাও হয়ত যায় না- তবে কিছুটা নতুনভাবে গল্পের মতো করে কিছু চিন্তা সাজিয়েছি। বর্তমান সমাজে প্রচলিত চিন্তার বাইরে ভিন্নভাবে চিন্তা করাটা যদিও কঠিন তবুও আগেকার অনেক চিন্তাকে সময়ের প্রয়োজনে প্রাসঙ্গিক করে বলাটা আমার কাছে জরুরি মনে হয়। তা না হলে ঠিক মতো মনোযোগ দিয়ে দমটাও নেয়া যায় না। সেই তাগিদ থেকেই আত্মকে আনন্দময় করে প্রকাশ করার প্রাথমিক চেষ্টা এই বইতে থাকলো।